Header Ads

২৫ বছর বাদে মুলায়েম সিং যাদব, মায়াবতী একই মঞ্চে, হার্দিক প্যাটেল প্রহৃত

নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ শুক্ৰবার গোটা দেশের নজর ছিল উত্তরপ্রদেশের মৌনপুরীর দিকে। এদিন দীর্ঘ ২৫ বছর পর সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা মুলায়েম সিং এবং বহুজন সমাজবাদী পাৰ্টির প্ৰধান মায়াবতী একই মঞ্চে ভাষণ দেন। বিজেপি বিরোধী প্রচারভিজানকে তীব্র করে তোলেন। ২০১৪ লোকসভা নিবার্চনে বিজেপি উত্তরপ্রদেশের প্রায় সব আসন লাভ করেছিল। সমাজবাদী এবং বিএসপি দলের মধ্যে বিভাজন ছিল। এদিন দেশের অন্য এক বড় খবর গুজরাটের সুরেন্দ্ৰনগরে সভা চলাকালীন নিগৃহীত হলেন বহু চর্চিত প্যাটেল সম্প্রদায়ের জনপ্রিয় যুব নেতা হাৰ্দিক প্যাটেল। মঞ্চে উঠে তাঁকে চড় মারে এক ব্যক্তি। নেপথ্যে বিজেপি, দাবি হাৰ্দিকের। পরে ওই ব্যক্তিকে গ্ৰেফতার করেছে পুলিশ। দেশ জুড়ে তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে আজও নির্বাচনী হিংসা অব্যাহত আছে। দিনাজপুরের চাপরে হিংসাত্মক ঘটনা ঘটছে। নদীয়া থেকে অর্ণব রায় নামে এক নির্বাচনী নোডেল অফিসারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। কৃষ্ণনগরে পলিটেকনিক কলেজে ডিউটিতে ছিলেন নোডাল অফিসার। বৃহস্পতিবার দুপুর ২ টোর পর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। মোবাইল ফোনও সুইচড অফ। কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়রি করেছে নদীয়া জেলা প্ৰশাসন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.