Header Ads

এপিডিসিএল পরীক্ষা বাতিলের দাবি দেবব্রত শইকিয়ার

নয়া ঠাহর, গুয়াহাটি: আসামে বিদ্যুৎ বিভাগ এপিডিসিএল-এর নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের বিরুদ্ধে রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে।  দেশে নির্বাচন পর্ব চলছে, আচরণবিধি লাগু আছে। এই সময় কোনও পরীক্ষা নেওয়া যায় না। বিরোধী দলপতি দেবব্রত শইকিয়া আজ মুখ্যমন্ত্রীকে এক চিঠি দিয়েছেন। তিনি  অবিলম্বে  এপিডিসিএল পরীক্ষা  বাতিলের দাবি জানিয়েছেন। 
বাতিল করা না হলে কংগ্রেস আইনের দ্বারস্থ হতে বাধ্য হবে। বিরোধী দলপতি অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিভাগের এবং দলীয় মানুষকে পরীক্ষার জন্য প্রার্থী করা হযেছে। তাদের মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।তিনি অভিযোগ করেন, আগে জল সেচ, বন ও পরিবেশ বিভাগেও অনিয়ম করে পরীক্ষার নামে প্রহসন হয়েছে। এপিডিসিএল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, নিরীক্ষককে    গ্রেপ্তার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.