Header Ads

বিজেপির রাজদীপ রায়ের হয়ে জোরদার প্রচারে হিন্দিভাষী নেতা দিলীপ কুমার


 নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ শিলচর লোকসভা নির্বাচন কেন্দ্রে বিজেপি প্রার্থী ডা: রাজদীপ রায়ের হয়ে জোরদার প্রচারে নামলেন হিন্দিভাষী নেতা দিলীপ কুমার। গত কিছু দিন যাবৎ হিন্দিভাষী অধ্যুষিত ঘুঙ্গুর, সাধুটিলা ও ভরাখাই অঞ্চল সহ বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করে তাকে জেতানোর জন্য জনগণের কাছে জোরালো আবেদন করছেন দিলীপ কুমার, সূত্রমতে প্রকাশ। উল্লেখ্য, দিলীপ কুমার আসন্ন লোকসভা নির্বাচনে রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চ এবং খিলঞ্জিয়া মঞ্চের সমর্থিত নির্দল প্রার্থী রূপে মনোনয়ণ দাখিল করেছিলেন। পরবর্তীতে, অসম  সরকার রাষ্ট্রভাষা ও চা জনগোষ্ঠী উন্নয়ন মঞ্চের সব দাবিদাওয়া সমূহ পূরণের আশ্বাস দেওয়ায়, দিলীপ কুমার নিজের নাম প্রত্যাহার করে নেন। অবশ্য, দিলীপ কুমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে চা বাগান এলাকা ও হিন্দিভাষী ভোটে ব্যাপক প্রভাব ফেলতো, রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।  দিলীপ কুমার বরাক উপত্যাকার জনপ্রিয় হিন্দি দৈনিক 'প্রেরণা ভারতী' পত্রিকার স্বত্বাধিকার ও প্রধান সম্পাদক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.