Header Ads

বিশাল পথসভা করে প্রধানমন্ত্রী মনোনয়ন পেশ

নয়া ঠাহর প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদি আজ  বারাণসী  লোকসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়নপত্র দাখিল করেছেন । ৭ কিলোমিটার পথ অতিক্রম করে  ৬ লক সমর্থককে নিয়ে নিয়ে বিশাল পথসভা করে মনোনয়ন পেশ করেন। তার আগে তিনি  বারাণসীতে পূজা দেন। আসামের প্রভাবশালী মন্ত্রী ড: হিমন্তবিশ্ব শর্মা, অগপ মন্ত্রী অতুল বরাও সেখানে উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.