Header Ads

প্রত্যন্ত জিনাম ভ্যলির উদ্দেশ্যে সোমবার রওনা হচ্ছেন ভোটকর্মীরা, ১৬ এপ্রিল থেকে পাহাড়ে ড্রাইডে ঘোষণা জেলাপ্রশাসনের

বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার প্রত্যন্ত এলাকার ভোট কর্মীরা সোমবার রওনা হচ্ছেন নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে। ডিমা হাসাও জেলার প্রত্যন্ত জিনাম ভ্যালির ভোট কর্মীরা সোমবার রওনা হবেন হাফলং থেকে। প্রত্যন্ত জিনাম ভ্যালি যেতে হলে হাফলং থেকে শিলচর হরিনগর হয়ে যেতে হয়। তার ওপর প্রত্যন্ত এলাকা। জিনাম ভ্যালির খুংনাং ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হলে ভোট কর্মীদের পাহাড়ি নদী পার হয়ে পাহাড়ের অনেক চড়াই উতড়াই পেরিয়ে পৌঁছতে হয় ভোট গ্রহণ কেন্দ্রে। যার দরুন ভোটের তিনদিন আগেই জিনাম ভ্যালির সব কয়টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীদের ভোটের তিনদিন আগেই সেখানে পাঠানো হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আগামী ১৮ এপ্রিল কার্বি-আংলং পশ্চিম কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু তফশিলী উপজাতি সংরক্ষিত আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ডিমা হাসাও জেলায় অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করাতে সম্পূর্ণ প্রস্তুত জেলাপ্রশাসন। এদিকে ১৮ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ভোটের জন্য জেলাপ্রশাসন ১৬ এপ্রিল সকাল ৫ টা থেকে ১৮ এপ্রিল বিকেল ৫ টা পর্যন্ত ডিমা হাসাও জেলায় আবগারি আইনে ড্রাইডে ঘোষণা করেছে। এই আইন আমান্য করে প্রকাশ্যে হোটেল দোকান ক্লাব বা বেসরকারি স্থানে কোনও বাড়ি ঘরে কেউ মদ বিক্রি করলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলাপ্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি যোগে এই নির্দেশ জারি করা হয়েছে। এদিকে সোমবার ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের স্বাস্থ্য অর্থ তথা পূর্তমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশুতে হরেন সিং বে-র হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.