Header Ads

রাজ্য সভাপতি রঞ্জিত বরাকের রণে অবতীর্ণ রাজদীপের জন্যে

 


নয়া ঠাহর প্রতিবেদন,শিলচরঃ সৎসঙ্গ রোডের  পাশে তপোবন নগরের কির্তনীমাঠে বিজেপির এক বিশাল নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যিক বিজেপি সভাপতি রঞ্জিৎ দাস। সাথে  রাজ্যিক উপ-সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য্য ও শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজদীপ রায়  সহ অন্যান্য  বিজেপি নেতারা। সভার  মঞ্চে থেকে রাজ্যিক সভাপতি দাস আবার প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে বিপুল  ভোটে জয়ী  করতে বরাকবাসীদের আহ্বান  জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.