রাজ্যে সুরক্ষিত নয় রেলের যাত্ৰীরা
স্বপন দাস, লামডিং-- রাজ্যে সুরক্ষিত নয় রেলের যাত্ৰীরা। শুক্ৰবার লামডিং এর বাবলা রাহা নামে এক ব্যক্তি অলিপুরদুয়ার FC পেসেঞ্জার ট্ৰেন লামডিং থেকে গুয়াহাটী যাওয়ার পথে নিরুদেশ হন। শনিবার সকালে গুয়াহাটী রেল স্টেশনের সামনে থেকে অচেতন অবস্থাতায় তাঁকে উদ্ধার করা হয়। কোনও দুৰ্বৃত্ত ট্ৰেনে খাবারের সঙ্গে নেশা জাতীয় দ্ৰব্য খাইয়ে তাঁকে অচেতন করে তাঁর কাছে থাকা নগদ ২৪ হাজার টাকা, মোবাইল, সোণার আঙটি, চেন লুঠ করে নিয়ে যায়।








কোন মন্তব্য নেই