Header Ads

নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ, বৃহস্পতিবার বরাকে ভোটদান পর্ব


 নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বৃহস্পতিবার এবারের সপ্তদশ লোকসভার দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ বরাকে হতে চলেছে। নির্বাচন আচরণ বিধি-র প্রতি নির্বাচন কমিশন বিশেষ নজরদারি আছে। ভোটকর্মীদের দূরের নির্দ্ধারিত স্থানে পৌঁছনোর পর্ব শেষ ইতিমধ্যেই। বুধবার নিকটবর্তী  কেন্দ্রে ভোটকর্মীদের পৌঁছনোর প্রক্রিয়াও শেষ। ভোটদাতা ও ভোটকর্মী উভয়ের মধ্যে উৎসাহ  পরিলক্ষিত হচ্ছে। পুলিশবাহিনী ও আধা সামরিক বাহিনী ভোটের সময় শান্তি রক্ষার জন্য প্রস্তুত।বরাকে ভোট প্রচার মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। রাস্তায় যাত্রীবাহী গাড়ি কম। অটো, ছোট ব্যক্তিগত বাহন চলছে । করিমগঞ্জ লোকসভায় প্রত্যন্ত স্থানে ভোট কর্মী ও সামগ্রী পাঠানোর কাজও শেষ। বদরপুর এবং শিলচর লোকসভা কেন্দ্রগুলিতে নির্বাচন আধিকারিকদের  পরিদর্শন চলছে । রাজনৈতিক গতিবিধির উপর তীক্ষ্ণ নজর আছে নির্বাচন কমিশনের। তবে, এখন অবধি   কোন দলের নির্বাচনী আচরণ বিধি অমান্য করার খবর আমাদের কাছে নেই। বৃহস্পতিবার বরাকের তিন জেলায় শান্তিপূর্ণ ভোটদান হবে বলে আশা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.