কলিয়াবর লোকসভা কেন্দ্ৰের ধিং, সরুপথার এবং খুমটাইতে বিজেপির মিত্র জোটের প্রার্থী হয়ে নির্বাচনী প্রচার চালালেন মুখ্যমন্ত্রী
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলিয়াবরঃ আসন্ন লোকসভা নির্বাচনী লড়াইয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোমবার কলিয়াবর লোকসভা কেন্দ্ৰে বিজেপির মিত্রজোটের প্রার্থী মনিরাম মহন্তর সমর্থনে প্ৰচার চালালেন। এই উপলক্ষে এদিন নগাঁওয়ের ধিংয়ে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্ৰী বলেন- কংগ্রেস সরকারের রাজত্বকালে গত কয়েক বছর ধরে কলিয়াবর কেন্দ্ৰে কংগ্রেস প্রতিনিধিত্ব করলেও রাজ্যবাসী যে প্রত্যাশা নিয়ে কংগ্রেসকে জয়ী করেছিলেন সে প্রত্যাশা পূরণ করতে কংগ্ৰেস সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়াও সংখ্যালঘু জনগণের উন্নয়নের জন্য কংগ্রেস সরকার আক্ষরিক অর্থে কিছু করেনি কেবল বিভাজনের রাজনীতি করেছে। এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত পাঁচ বছরে যে কাজ করেছেন সেই কাজ স্বাধীনতার ৭০ বছর পরেও কংগ্রেস সরকার করতে পারেনি। অসম তথা উত্তর-পূর্বাঞ্চলে এই মহান নেতার নেতৃত্বে দ্রুত বিকাশের যাত্ৰা শুরু হয়েছে। অনেকটা এগিয়ে এসেছে রাজ্য। গোটা দেশের সঙ্গে অসমবাসীও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির মিত্রজোটের প্রার্থীর জয় নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী। ধিংয়ে অনুষ্ঠিত নির্বাচনী সভায় জলসম্পদ মন্ত্রী কেশব মহান্ত, বিধায়িকা আঙ্গুরলতা ডেকার সাথে মিত্র জোটের বহু শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এদিনই মুখ্যমন্ত্রী সোনোয়াল কলিয়াবর লোকসভা কেন্দ্ৰে বিজেপির মিত্র জোটের প্রার্থী মনি মাধব মহন্তের সমৰ্থনে অনুষ্ঠিত হওয়া এক বিশাল নির্বাচনী সভায় অংশগ্রহণ করে নির্বাচনী প্রচার চালান। সরুপথারে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনী সভায় বিজেপির মিত্র জোটের প্রার্থীর মনিমাধাব মহন্ত, বিধাযিকা অঙ্গুরলতা ডেকা, অগপর সভাপতি অতুল বরার সাথে বিজেপি তথা মিত্র জোটের অনেক শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
এরপর মুখ্যমন্ত্রী কলিয়াবর লোকসভা কেন্দ্ৰের খুমটাই বেতিয়ানী বাগানের মাঠে বিজেপির প্রার্থী মনি মাধব মহন্তর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সভায়ও অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা তুলে ধরে বলেন চা শ্রমিকের দুঃখ-দুর্দশা একমাত্র চা ওয়ালাই অনুভব করতে পারে। কংগ্রেস সরকার গত কয়েক দশক ধরে চা শ্রমিকদের শোষণ এবং বঞ্চনার অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গত পাঁচ বছরে চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নতির দিকে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছে। সরুপথারের সভাতেও বিজেপি মিত্র জোটের প্রার্থী মনি মাধব মহন্ত, বিধায়কা আঙ্গুর লতা ডেকা, বিধায়ক মৃণাল শইকিয়া অগপর সভাপতির অতুল বরার সমেত বিজেপি মিত্র জোটের বহু শীর্ষ নেতার উপস্থিতি ছিল।
এরপর মুখ্যমন্ত্রী কলিয়াবর লোকসভা কেন্দ্ৰের খুমটাই বেতিয়ানী বাগানের মাঠে বিজেপির প্রার্থী মনি মাধব মহন্তর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সভায়ও অংশগ্রহণ করেন। সেখানে মুখ্যমন্ত্রী সনোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা তুলে ধরে বলেন চা শ্রমিকের দুঃখ-দুর্দশা একমাত্র চা ওয়ালাই অনুভব করতে পারে। কংগ্রেস সরকার গত কয়েক দশক ধরে চা শ্রমিকদের শোষণ এবং বঞ্চনার অবসান ঘটিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকার গত পাঁচ বছরে চা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নতির দিকে যুগান্তকারী প্রকল্প গ্রহণ করেছে। সরুপথারের সভাতেও বিজেপি মিত্র জোটের প্রার্থী মনি মাধব মহন্ত, বিধায়কা আঙ্গুর লতা ডেকা, বিধায়ক মৃণাল শইকিয়া অগপর সভাপতির অতুল বরার সমেত বিজেপি মিত্র জোটের বহু শীর্ষ নেতার উপস্থিতি ছিল।









কোন মন্তব্য নেই