Header Ads

গুয়াহাটি কেন্দ্ৰের প্রার্থী কুইন ওঝার মনোনয়নপত্র পেশ

 
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ  আসন্ন লোকসভা নির্বাচনে গুয়াহাটি কেন্দ্ৰের বিজেপি ও মিত্র জোটের সমর্থিত প্রার্থী কুইন ওঝা সোমবার সকালে আমিনগাঁও অবস্থিত উপায়ুক্ত কার্যালয়ে মনোনয়নপত্র পেশ করেন। এক বিশাল মিছিল করে এদিন সকাল ন টা নাগাদ কুইন মনোনয়ন পত্ৰ দাখিল করতে যান। মনোনয়ন পত্ৰ দাখিলের শোভাযাত্ৰায় ৩০০০ বাইক ছিল। গুয়াহাটির সমস্ত বিজেপির কৰ্মকৰ্তারা তাঁকে মিছিল করে উপায়ুক্তর কাৰ্যালয়ে নিয়ে যান। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়ালও এই শোভাযাত্ৰায় উপস্থিত ছিলেন। এছাড়াও অৰ্থমন্ত্ৰী তথা নাডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শৰ্মা, শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, রমেন ডেকা অগপর সভাপতি অতুল বরা, সুমন হরিপ্রিয়া, রমেন্দ্র নারায়ণ কলিতা, কেন্দ্রীয় সমিতির রাম মাধব সিং সহ কেন্দ্ৰের অন্তর্গত মিত্র জোটের শীর্ষ নেতা কৰ্মীরা এদিনের শোভাযাত্ৰায় ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.