Header Ads

ডিমা হাসাও জেলায় ৯৯ টি অতি স্পর্শকাতর, ৬৭ টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হল




 বিপ্লব দেব, হাফলংঃ দ্বিতীয় পর্যায়ে মঙ্গলবার ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৮৭ টি কেন্দ্রের ভোটকর্মীরা মঙ্গলবার নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন।  আগামী ১৮ এপ্রিল ডিফু লোকসভা আসনের অন্তর্গত ডিমা হাসাওয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রথম পর্যায়ে ডিমা হাসাও জেলার প্রত্যন্ত জিনামভ্যালির ৮ ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা রওনা হয়েছেন। বুধবার তৃতীয় পর্যায়ে ১৪৭ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা নিজেদের গন্ত্যবের উদ্দেশ্যে রওনা হবেন। তবে হাফলং শহরের যে ৫টি ভোটগ্রহণ কেন্দ্র মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে ওই কেন্দ্রের মহিলা ভোটকর্মীরা ১৮ এপ্রিল সকালে নিজ নিজ ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে বিকেল ৫ টার পর ফিরে আসবেন বলে জানিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া। জেলাশাসক বলেন ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ৯৯ টি  কেন্দ্রকে অতি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে । তাছাড়া ৬৭ টি ভোটগ্রহণ কেন্দ্রকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অতি স্পর্শকাতর ও স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্ৰীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে। তাছাড়া ডিমা হাসাও জেলায় ২৫ টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে যেখানে ভোট কর্মীদের পায়ে হেঁটে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হবে। জেলাশাসক বলেন বৃষ্টি হলে সড়ক যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া। তবে ডিমা হাসাও জেলায় শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন জেলাশাসক। তাছাড়া জেলাশাসক জেলার ভোটারদের ১৮ এপ্রিল ঘর থেকে বেড়িয়ে নির্ভয়ে নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রকে ৬৭ টি সেক্টর ও ১১ জোনে ভাগ করা হয়েছে। তাছাড়া ডিমা হাসাও জেলায় মোট ৪০৮ দিবাঙ্গ ভোটার রয়েছে। এবং ওই ভোটারদের জন্য বিশেষ  ব্যবস্থা করা হয়েছে। দিবাঙ্গ ভোটাদের জন্য স্বেচ্ছা সেবক রাখা হয়েছে। তাছাড়া নির্বাচনকে সামনে রেখে পুরো ডিমা হাসাও জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান জেলাশাসক অমিতাভ রাজখোয়া। এদিকে রবিবার মদ্যপ অবস্থায় থাকা ভোট কর্মী লালটোলিয়েন মারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তনি। লালটোলিয়েন মার ২৬ নম্বর খুংনাং সেক্টরের সেক্টর অফিসার ছিলেন। রবিবার নিজের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার আগে ওই সেক্টর অফিসারকে মদ্যপ অবস্থায় জেলাশাসকের নির্বাচনী সেল থেকে পুলিশ নিয়ে মেডিকেল করানোর পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন জেলাশাসক। সেক্টর অফিসার নির্বাচনের কাজ অবমাননা করায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক অমিতাভ রাজখোয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.