Header Ads

সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনায় মুখ্যমন্ত্রীর তদন্তের নির্দেশ

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: রাজ্যে অব্যাহত আছে সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনা। কিছুদিন আগে সাংবাদিক চক্রপানি পরাশারের ওপর আক্রমণের পরে বৃহস্পতিবার রাতে দুইজন সাংবাদিকের পর গুন্ডা বাহিনী আক্রমণ চালায়।  নলবারী জেলার মুকালমুরাতে রাতে নিজ ঘরে যাবার সময় তাকে দুর্বৃত্তরা রাজেন ডেকাকে আক্রমণ করে ।
রাতে বেলা নিজের ঘরে ফেরার সময় রাজেন কে পিছন থেকে মাথার মধ্যে আঘাত করে দুর্বৃত্তরা ।আহত হবার পর তাকে  অচেতন অবস্থায় রাস্তার কিনারে রেখে পালিয়ে যায় তারা ।এর পরে তাকে অচেতন অবস্থায় স্থানীয় লোকেরা রাতেই মুকালমুরা চিকিৎসালয় ভর্তি করা হয় যদিও সঙ্কটজনক অবস্থার জন্য পরে তাকে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করা হয়।
ওদিকে সাংবাদিক আক্রমণের ঘটনাকে বরক্ষত্রির আসুর সাথে বিভিন্ন দল সংঘটন তীব্র প্রতিবাদ করেছে। সাংবাদিক রাজেন ডেকা, উপাসনা বড়ুয়া গোস্বামীকে দুর্বৃত্তের দ্বারা আক্রমনের ঘটনাকে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। ঘটনা সম্পর্কে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জন্য আরক্ষী সঞ্চালক প্রধান কুলধর শইকীয়াকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দেশ দিয়েছেন। ঘটনার সম্পর্কে যাবতীয়  ব্যবস্থা গ্রহণের জন্য আরক্ষী সঞ্চালক প্রধান কুলধর শইকিয়ার সাথে মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামীর বার্তালাপ  হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.