Header Ads

লামডিঙে শীতলা মন্দিরে পুজো দিলেন কংগ্ৰেস নেতা প্ৰদ্যুৎ বরদলৈ






স্বপন দাস, লামডিং- আসন্য লোকসভা নিৰ্বাচনে নগাঁও কেন্দ্ৰ থেকে ভারতীয় জাতীয় কংগ্ৰেছের প্ৰাৰ্থীত্ব লাভ করার পর শুক্ৰবার কংগ্ৰেসের প্ৰাক্তন মন্ত্ৰী প্ৰদ্যুত বরদলৈ স্বস্ত্ৰীক লামডিঙে উপস্থিত হন। দলীয় নেতা কৰ্মী এক বিশাল র‍্যালি করে লামডিঙে উপস্থিত হয়।  স্হানিয় রাজিব ভবনে উপস্থিত হয় ৷ রাজীবভবনে লামডিং কংগ্ৰেছের নেতা কর্মীরা তাঁকে সম্বৰ্ধনা জ্ঞাপন করে। এর পর তিনি যান লামডিং হরুলংফার শীতলা মন্দিরে । সেখানে পূজা আৰ্চনা করার পর দলীয় কৰ্মীদের সাথে মত বিনিময় করেন। বাঙালি প্ৰধান অঞ্চল লামডিংএ তিনি বাংলা ভাষাতে ভাষণ দিয়ে সকলের মন জয়  করেন। নগাওঁ কেন্দ্ৰের প্ৰাৰ্থী বরদলৈর  সাথে উপস্থিত থাকেন প্ৰাক্তন মন্ত্ৰী রকিবুল হুসেন, অৰ্ধেন্দু কুমার দে, নগাঁও কেন্দ্ৰের প্ৰাক্তন বিধায়ক দুৰ্লভ চামুয়া লামডিঙের প্ৰাক্তন বিধায়ক স্বপন কর ৷ বরদলৈ লামডিংয়ে শীতলা মার পূজা দেওয়ার পর বক্তব্যে রাখেন। তিনি বলেন- এই শুভ  সময় এসে মার পূজা করতে পেরে আমি ধন্য৷ আজ কংগ্রেছ প্রার্থী লামডিং হোজাই ডবকা নীলবাগ নিৰ্বাচনী প্ৰচার চলান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.