অগপ বিজেপির একসঙ্গে প্রচার শুরু, মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি অগপ যৌথ ভাবে সব কয়টি আসন দখল করবে
অমল গুপ্ত, গুয়াহাটিঃ কিছুদিন বিচ্ছিন্ন থাকার পর অগপ বিজেপি যৌথ ভাবে নির্বাচনী প্রচার শুরু করলো। শুক্ৰবার কলিয়াবর নির্বাচনী কেন্দ্রে অগপ প্রার্থী মনিমাধাব মহন্তর পক্ষে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অগপ সভাপতি অতুল বরা বিজেপি সভাপতি রঞ্জিত দাস যৌথভাবে সভা করেন। হিমন্ত বলেন- অগপ বিজেপি ও অন্যান্য বিজেপি সহযোগী দল অগপর হাতি চিহ্নে প্রচার করবে। নতুবা ভোটারের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। মুখ্যমন্ত্রী বলেন- অগপ বিজেপি ডিমাসা কার্বি গণশক্তি যৌথ ভাবে প্রচার করবে। আমাদের লক্ষ্য ১৪ টি আসনে জয়লাভ করা ১২টি আসন জয়লাভ করতেই হবে। আবার নরেন্দ্র মোদিকে প্রধান মন্ত্রী করতে হবেই তবেই অসমের কল্যাণ হবে। তেজপুর কেন্দ্রে শেষ পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মা র কাছের মানুষ মন্ত্রী পল্লব লোচন দাসকে প্রার্থী করা হল। মঙ্গলদইয়ে হিমন্ত নিজের মানুষ পৰ্যটন নিগমের চেয়ারম্যান জয়ন্ত মল্ল বড়ুয়াকে রাজ্য বিজেপি প্রার্থী করেছিল। নিজে তেজপুর কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। মঙ্গলদৈয়ের বিজেপি সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়াকে দেওয়া হল। প্রধানমন্ত্রীর এবং অমিত শাহ-এর নির্দেশ মেনে হিমন্ত উত্তরপূর্বাঞ্চলের দায়িত্বে থাকলেন। এদিকে নগাঁও কেন্দ্রে আজও বিজেপি প্রার্থী চূড়ান্ত হয়নি। সাংসদ রাজেনকে যৌন কেলেঙ্কারির জন্যে বসিয়ে দেওয়া হয়। তাঁর স্ত্রী রিতা নাথকেও দেওয়া হল না। এদিন রিতা সাংবাদিকের সামনে কাঁদতে কাঁদতে বললেন স্বামী বিজেপির জন্যে রাতদিন কাজ করেছেন। চারবারের সাংসদকে রাজনৈতিক ভাবে হত্যা করা হল। নগাঁও কেন্দ্রের বিধায়ক রূপক শর্মাকে দেওয়া হতে পারে। এদিকে এআইইউডিএফ নতুন খেলায় মেতেছে। এআইইউডিএফ সভাপতি তথা সাংসদ বদরুদ্দিন আজমল সরাসরি কংগ্রেস দলকে সমঝোতা করার প্রস্তাব দিয়েছেন। এআইইউডিএফ বরপেটা কেন্দ্রে এবার ভাই সিরাজউদ্দিনকে বাদ দিয়ে জুনিয়ার প্রাক্তন বিধায়ক হাফিজ রফিকুল ইসলামকে প্রার্থী করেছেন। ধুবড়িতে তিনি এবং করিমগঞ্জ কেন্দ্রে আগের সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে প্রার্থী করেছেন। যিনি ইতিমধ্যে কংগ্রেস দলের কাছে এক প্রকার আত্মসমৰ্পণ
করেছেন বলে কংগ্রেস দাবি করেছে।








কোন মন্তব্য নেই