Header Ads

অসমের ৪ কেন্দ্ৰে কংগ্ৰেসের প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ


রিংকি মজুমদার, গুয়াহাটিঃ অসমে চারটে কেন্দ্ৰে শুক্ৰবার কংগ্ৰেস প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ করল। গুয়াহাটিতে ববিতা শৰ্মা, বরপেটায় আব্দুল খালেক, ধুবড়ির প্ৰাৰ্থী আবু তাদের আলি বেপারী, কোকরাঝাড় (এসটি) শব্দরাম রাভাকে প্ৰাৰ্থীত্ব দেওয়া হয়েছে। শব্দরাম রাভা এর আগে অগপতে ছিলেন। রাজ্যের রাজনীতিতে মেয়েদের দখল নিয়ে যদি পৰ্যালোচনা করা হয়, তবে একথা অবশ্যই বলতে হয় যে সমস্ত দিক দিয়ে হিসেব নিকেশ করেই অবশেষে বিজেপির প্ৰাৰ্থী কুইন ওঝার বিপরীতে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির জেনারেল সেক্ৰেটারি ববিতা শৰ্মাকে ভোটের লড়াইয়ে নামানো হয়েছে। তিনি একজন উচ্চশিক্ষিতা একজন প্ৰগতিশীল নারী। বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। এছাড়াও সারা পৃথিবী জুড়ে তিনি ঘুরেছেন। তাঁর সিরিয়াল ‘বিদেশত আপুন মানুহ’ একসময় বিপুল জনপ্ৰিয়তা অৰ্জন করেছে। এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে তিনি একজন যোগ্য প্ৰাৰ্থী বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল। মহানগরের দিসপুর প্ৰসক্লাবে তিনি সাংবাদিকদের বলেছিলেন- আজও আমাদের সমাজে বিশেষ করে রাজনৈতিক জগতে নারীদের নিরাপত্তার অভাব রয়েছে। তাই সমাজে উন্নয়নের কাজ করতে হলে রাজনীতিতে আসা খুবই জরুরি। প্ৰসঙ্গত, গুয়াহাটির রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, কৃত্ৰিম বন্যার সমস্যা, যানজট সমেত বিভিন্ন সমস্যা সম্পৰ্কে অবগত রয়েছেন তিনি। ক্ষমতায় এলে এসব সমস্যার সমাধান করার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.