Header Ads

ডিফু লোকসভা আসনে বিজেপি জয়ী পৃথক স্বশাসিত রাজ্য গঠনে অধিক গুরুত্ব দেওয়া হবে হরেন সিং বে


বিপ্লব দেব, হাফলংঃ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডিমা হাসাও জেলায় বিজেপি ব্যাপক প্রচার অভিযান শুরু করেছে। কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু (এসটি) সংরক্ষিত  আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে পাহাড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এদিকে লোকসভা নির্বাচনের মুখে পাহাড়ে দলবদলের পালা অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে গেরুয়া শিবিরে প্রায় প্রতিদিন যোগ দিচ্ছেন নেতা কর্মীরা। শুক্রবার লাংটিংয়ে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা হাফলং কেন্দ্রের  বিধায়ক বীরভদ্র হাগজার বোকাজানের বিধায়ক ডঃ নুমুল মমিন ডিমা হাসাও জেলা বিজেপির সভাপতি নিপোলাল হোজাই ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে-র উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতা কর্মী ও সদস্য বিজেপিতে যোগদান করেন। এদিন লাংটিংয়ে এক নির্বাচনী জনসভায় হরেন সিং বে বলেন নরেন্দ্র মোদি ফের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তা নিশ্চিত। তিনি এদিন কংগ্রেসের ছয়বারের সাংসদ বীরেন সিং ইংতির তীব্র সমালোচনা করে বলেন ডিফু লোকসভা আসনে তিনি জয়ী হলে প্রথমে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি আদায়ে অধিক গুরুত্ব দেবেন। তাছাড়া গ্রামীন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন সহ বর্ডার এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হবে বলে মন্তব্য করেন হরেন সিং বে। তাছাড়া তিনি বলেন কংগ্রেসের ছয়বারের সাংসদ বীরেন সিং ইংতি কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলার উন্নয়নে তেমন কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি। তাই দুটি পাহাড়ি জেলার মানুষ এবার ইভিএমে এর যোগ্য জবাব দেবেন। এবার ডিফু লোকসভা আসনে পদ্ম ফুটবে বলে দাবি করেন হরেন সিং বে। এদিকে গত তিন দিন থেকে ডিমা হাসাও জেলার বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী হরেন সিং বে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করছেন। ডিমা হাসাও জেলায় বিজেপি দল নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেও কংগ্রেস এনপিপি বা আঞ্চলিক রাজনৈতিক দল এএসডিসি এখনও প্রচার অভিযান শুরু করেনি। তবে এবার ও ডিফু লোকসভা আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে যে লড়াই সীমাবদ্ধ থাকবে তা এক প্রকার নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.