হাফলং বাজারে পরিষদের আচমকা হানা, দ্রব্য মূল্য নিয়ন্ত্রনের নির্দেশ খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগকে
হাফলং বাজার পরিদর্শনে সিইএম
বিপ্লব দেব, হাফলংঃ হাফলঙে মাছ মাংস থেকে শুরু করে অত্যাবশ্য়যকীয় সামগ্রীর দাম নিয়ে অসোন্তুষ্টি প্রকাশ করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা। শনিবার সিইএম দেবোলাল গার্লোসা ইএম নন্দিতা গার্লোসা পরিষদের সদস্য নজিত কেম্প্রাই হাফলং নগর সমিতির সিইও টি টি দাওলাগাপু সহ খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কর্মীদের নিয়ে হাফলং বাজারে আচমকা হানা দেন। হাফলং বাজারে বিভিন্ন দোকানে গিয়ে আলু পিঁয়াজ সহ শাক সব্জির দাম মধ্যে ব্যাপক গরমিল দেখেন। তাছাড়া মাছ ও মাংসের দাম নিয়ে সিইএম ব্যাপক ক্ষুদ্ধ হয়ে উঠেন। তিনি ব্যবসায়ীদের এনিয়ে সতর্ক করে দিয়ে বলেন শাক সব্জি থেকে শুরু করে আলু পিঁয়াজ ও মাছ মাংসের মূল্য নিয়ন্ত্রনে রাখতে। সিইএম দেবোলাল গার্লোসা হাফলং টাউন কমিটি ও হাফলং অসামরিক খাদ্য সরবরাহ বিভাগের কর্মীদের বাজারে অত্যাবশকীয় সামগ্রীর মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য। সিইএম সাংবাদিকদের বলেন মাইবাং বাজারের মাছ মাংস থেকে শুরু করে অত্যাবশকীয় সামগ্রীর মূল্য হাফলং বাজারের সঙ্গে মেলে না। হাফলং বাজারে দ্রব্য মূল্য বৃদ্ধি নির্ধারণে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ বলে জানান সিইএম দেবোলাল গার্লোসা।









কোন মন্তব্য নেই