Header Ads

গোলাঘাটে বিষাক্ত চোলাই মদ খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন

নয়া ঠাহর প্ৰতিবেদন, গোলাঘাটঃ  বিষাক্ত চোলাই মদ খেয়ে করে  তিনজন লোক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গোলাঘাট জেলাতে  শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে। গোলাঘাটের কুশল কোয়র অসামরিক চিকিৎসালয় বর্তমানে চিকিৎসা চলছে তাদের। প্ৰসঙ্গত,  গোলাঘাট জেলার মিছামরা ঢুলিয়া বস্তির কান্ত ভূঁঞা,৪ নং রংবঙ্গের রাজেন ভূঞা, ও বেতিয়ানী চিনাতলীর প্রদীপ বরা এই তিনজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার জন্য তাদের উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ)ভর্তির পরামর্শ দিয়েছেন ডাক্তার। ওদিকে গোলাঘাট পুলিশ ও অবকারী বিভাগের অভিযানে পরও এই ঘটনা ঘটতে তীব্র ক্ষোভ প্রাকাশ করেছে অঞ্চলবাসী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.