বদরপুরের নুতন বাজার কমপ্ল্যেক্সে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত

চার্ব্বাক দেব, বদরপুরঃ এংলাবাজার পোস্ট অফিসের পাশে নুতনবাজার কমপ্ল্যেক্সে আয়োজিত হল এক চক্ষু শিবির। শিলচরের 'ভীষণ কেয়ার উহীল' ও বদরপুররের যুগশক্তি এনজিওর উদ্যোগে এবং নেতাজী বিদ্যাভবনের ব্যবস্থাপনায় এ শিবির আয়োজিত হয়। শিবিরে প্রায় আড়াই শ জন রোগীর ভিড় হয়। তবে মাত্ৰ ৩১ জনকেই চিকিৎসা দেওয়া সম্ভব হয়। শিবিরে উপস্থিত ছিলেন যুগশক্তি এনজিওর সভাপতি সুবিমল বর্দ্ধন, নেতাজী ভবনের চেয়ারম্যান নিধন বিকাশ লোধ ও বদরপুরের সমাজসেবী দীপক দেব।








কোন মন্তব্য নেই