ভোটারদের নিরাপত্তায় রাজ্যে৩৩ কোম্পানী এসেছে, আরও আসবে
কোনও ভোটারই যেন বাদ না পড়ে এই লক্ষ্যে নিয়ে ‘আইদেউর হাতপুথি' উন্মোচন
অমল গুপ্তঃ গুয়াহাটি,
জাতীয় নাগরিকপঞ্জী কৰ্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ‘ডি' ভোটারদের সন্তান-সন্ততিতের নাম এন আর সি তালিকায় অন্তৰ্ভুক্ত করা হবে না। রাজ্য মুখ্য নিৰ্বাচনী অফিসার মুকেশ শাহও আজ বলেন, রাজ্যে ১ লক্ষ ২০ হাজার ‘ডি' ভোটার আছে, তাদের ভোটাধিকার দেওয়া হবে না। এন আর সি কৰ্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকায় নাম থাকা সন্তান-সন্ততিরাও ভোট দেওয়ার অধিকার পাবে কি না, সেই ব্যাপারে ধোঁয়াসায় রেখে দিলেন সিইও শাহ। গত ১৯৯৭ সাল থেকে ‘ডি' ভোটারদের সংবিধান প্ৰদত্ত মৌলিক অধিকার ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। সিইও শহায় জানান, রাজ্যে ইতিমধ্যে ৩৩ কোম্পানীর জওয়ান এসে পৌঁছিয়েছে। প্ৰয়োজন সাপেক্ষে আরও আনা হবে। তিনি বলেন, প্ৰাৰ্থীদের খরচ-খরচার হিসাব নিকাশ নিৰ্ধারণের জনা তিনবার এক্সপেণ্ডিচার অবজারভার আসবেন। পুলিশ অবজারভার আসবে। রাজ্যের ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অবজারভাররা সিদ্ধান্ত নেবে। তিনি জানান, প্ৰতিবন্ধী ভোটারদের জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। নোডাল অফিসার পঙ্কজ চক্ৰবৰ্তী জানান, ভোটদানের সজাগতা সৃষ্টি করার জনা আগমী ২৪ মাৰ্চ গুয়াহাটি আই আই টি-তে এক আলোচনা চক্ৰের আহ্বান করা হয়েছে। তিনি জানান, নিৰ্বাচন বিভাগ সাধারণ সেবা কেন্দ্ৰ যৌথভাবে ‘আইহেল্প' কৰ্মসূচী গ্ৰহণ করা হয়েছে। সাধারণ নাগরিককে নিৰ্বাচন কেন্দ্ৰে নিয়ে আসার লক্ষ্যে তা করা হয়েছে। বিভিন্ন জেলায় ৪ হাজার ৫১৭ টি সেবা কেন্দ্ৰে ডিজিটেল নিৰ্বাচনী শিক্ষার প্ৰচার এবং প্ৰসারের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য এ্যাপলিকেশন সফটওয়েরের ব্যবস্থা থাকবে। আজ মুখ্যমন্ত্ৰীর কাৰ্যালয় প্ৰেক্ষাগৃহে রাজ্যের মুখ্য নিৰ্বাচনী অফিসার সাংবাদিক সন্মেলনে ‘আইদেউর হাতপুথি' শীৰ্ষক এক পুস্তিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে সাংবাদিকদের এ কথা জানান। তিনি আজ সঙ্গীতশিল্পী তরালী শৰ্মার এক নিৰ্বাচনী প্ৰচারমূলক সঙ্গীত ছাড়াও অভিনেতা কপিল বরা এবং ক্ৰীড়াবিদ হিমা দাসের নিৰ্বাচনী প্ৰচারমূলক তিনটি ভিডিও প্ৰকাশ করেন। ‘কোনও ভোটারই যেন বাদ না পড়ে'- এই আপ্তবাক্যকে সামনে রেখে ‘আইদেউর হাতপুথি'র উন্মোচন করা হয়। ভোটার পরিচয় না থাকলে আপনি কি করবেন, ইভিএম মেশিনের কাৰ্যকারিতা, ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্ৰেল (ভিভিপ্যাট)-র প্ৰয়োগ প্ৰভৃতি সম্পৰ্কে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে ঐ পুস্তিকায়। বাইদেও চন্দ্ৰপ্ৰভাদের বিভিন্ন ভূমিকা উল্লেখ করা হয়েছে। সারথির কথাও তুলে ধরা হয়েছে। আত্ম সহায়ক গোষ্ঠীদের সহযোগিতা নিয়ে সারথি সহায় কেন্দ্ৰ স্থাপন করা হয়েছে সমবায় এবং পঞ্চায়েত কাৰ্যালয়গুলিতে। ১৯৫০ হেল্প লাইন নম্বরের মাধ্যমে ভোটাররা তাদের বিভিন্ন প্ৰেশ্নর জবাব পাবেন।









কোন মন্তব্য নেই