Header Ads

কান্দির দুই গবেষক তরুণী বৰ্ণালী ও দেবাঙ্গনার ফল পাকানোর যন্ত্ৰ আবিস্কার

কলকাতাঃ দেশের সব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে গবেষণা করা ছাত্ৰ-ছাত্ৰীদের মধ্যে পশ্চিমবঙ্গের মুৰ্শিদাবাদ জেলার কান্দি শহরের দুই তরুণী দেশের মধ্যে যুগ্মভাবে প্ৰথম স্থান অধিকার করে সবার প্ৰশংসা কুড়িয়েছেন। বিজ্ঞান সংক্ৰান্ত বিষয়ে গবেষণায় যুক্ত ছাত্ৰ-ছাত্ৰীদের নিয়ে অনুষ্ঠিত ‘অন্বেষণ' শীৰ্ষক এই প্ৰতিযোগিতায় কান্দি শহরের দুই গবেষক ছাত্ৰী বৰ্ণালী ঘটক এবং দেবঙ্গনা দাস কলা, আম, কাঁঠাল, লিচু জাতীয় ফল পাকাতে কি পরিমাণ রাসায়নিক দ্ৰব্য ব্যবহার করা হয়েছে তা পরীক্ষার জন্য, স্বাদ গ্ৰহণ ও ঘ্ৰাণ নেওয়ার ক্ষমতা সম্পন্ন মেশিন তৈরি করে সারা দেশবাসীকে চমকিয়ে দিয়েছে, এমনকি চা-য়ের মধ্যে কোনও রাসায়নিক দ্ৰব্য মেশানো হয়েছে কি না তাও জানা সম্ভব হবে। এই যন্ত্ৰের দাম খুবই সস্তা। গত বৃহস্পতিবারে গুজরাটে গণপত বিশ্ববিদ্যালয় এই প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। অল ইণ্ডিয়া ইউনিভারসিটি এবং কেন্দ্ৰীয় সরকারের বিজ্ঞান ও প্ৰযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্ৰতিযোগিতায় ৫টি বিভাগ ছিল। কলকাতা যাদবপুর ইউনিভারসিটির বিজ্ঞান বিভাগে গবেষণারত এই দুই ছাত্ৰী প্ৰতিযোগিতার কৃষি বিভাগে অংশ গ্ৰহণ করেছিলেন। এই দুই ছাত্ৰীর মেনটর বিষ্ণু শঙ্কর পঞ্চোধ্যায়ী বলেছেন, বৰ্ণালী এবং দেবাঙ্গনার যৌথ উদ্যোগে তৈরি এই যন্ত্ৰ দিয়ে বোঝা যাবে কি ভাবে আম, কাঁঠাল, লিচু পাকানো হয়েছে। কি পরিমাণ কাৰ্বাইড বা কোনও ধরণের রাসায়নিক দ্ৰব্য ব্যবহার করা হয়েছে কিনা, তাও ধরা পরে যাবে ঐ যন্ত্ৰ। ঐ ফল খেলে ক্যান্সার হওয়ার আশংক্ষা আছে কি না তাও জানা যাবে ঐ যন্ত্ৰ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.