Header Ads

এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয় শিরীষ পুরস্কার ২০১৯

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ বেসরকারী সংস্থা এপিপি এল ফাউন্ডেশন এর উদ্যোগে এ নিয়ে পঞ্চম বার প্রদান করা হল শিরীষ পুরস্কার ২০১৯। শনিবার ও রবিবার রাঙ্গাপাড়া নাহরনি চা বাগানে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় । এই পুরস্কারের সাথে নগদ এক লাখ টাকা, একটি তামার ফলক ইত্যাদি দেওয়া হয় । এবার বিশিষ্ট শিল্পী শিবচরন দাসকে "শিরীষ শিল্পী পুরস্কার" এবং বিশিষ্ট সাহিত্যিক বিপিন মাহাতোকে ‘‘শিরীষ সাহিত্য পুরস্কারে’’ সম্মানিত করা হয়।
 উল্লেখ্য,  সারা অসম ভিত্তিক চা জনগোষ্ঠীর লোকনৃত্য প্রতিযোগিতা চাবুয়া, কাজিরাঙ্গা, রাঙ্গাপাড়া আদি বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে অনুষ্ঠিত হযে যায়। শনিবার নির্বাচিত সবাইকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা নাহরানী চা বাগানে অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে রবিবার মুখ্য অনুষ্ঠানে শ্রম মন্ত্রী পল্লব লোচন দাস উপস্থিত ছিলেন ।এদিনের অনুষ্ঠানে এমজিভিকেভানু, কণ্ঠশিল্পী মানস রবিন,বিপিএলের ম্যানেজিং ট্রাষ্টি ধীরাজ কাকটি সহিত আরও অনেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকে। এ উপলক্ষেএক  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.