Header Ads

অসমের ধুবড়ির সীমান্তবৰ্তী এলাকায় অত্যাধুনিক প্ৰযুক্তির মাধ্যমে স্মাৰ্ট ফেন্সিং চালু করলেন স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, ধুবড়িঃ অসমের ধুবড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী এলাকায় মঙ্গলবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং বোল্ড কিট (বৰ্ডার ইলেকট্ৰনিকেলি ডোমিনেটেড কিউআরটি ইন্টারসেপশন টেকনিক) উদ্বোধন করলেন। এদিন সীমান্তে আনুষ্ঠানিকভাবে স্মাৰ্ট ফেন্সিং উদ্বোধন করে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী বলেন- এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে জম্মুতে কমপ্ৰিহেনসিভ ইটিগ্ৰেটেড বৰ্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস)-এর অধীনে দুটি পাইলট প্ৰজেক্ট চালু করা হয়। ধুবড়ির ব্ৰহ্মপুত্ৰের জলপথে ভৌগলিক জটিলতার জন্য ৬১ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব ছিল না। তাই ওই এলাকায় ২০১৮ সালের জানুয়ারি থেকে অত্যাধুনিক প্ৰযুক্তির মাধ্যমে স্মাৰ্ট ফেন্সিংয়ের কাজ শুরু করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল উপস্থিত ছিলেন। তিনি বলেন- ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করতে কেন্দ্ৰীয় সরকারের পদক্ষেপে জাতীয় অস্তিত্ব রক্ষা হবে। প্ৰসঙ্গত, সীমান্তে অত্যাধুনিক স্মাৰ্ট ফেন্সিংয়ের ফলে অবৈধ অনুপ্ৰবেশ, নিষিদ্ধ জিনিষপত্ৰ পাচার, নারীপাচার, চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কাজ রুখতে সহজ হবে বিএসএফ জওয়ানদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.