২৪ ঘন্টা পেরিয়ে গেলে নিখোঁজ অধর কুমার বর্মনের কোনও সন্ধান মেলেনি
বিপ্লব দেব, হাফলংঃ হাফলং শহরের টাউন রাজির বাসিন্দা অধর কুমার বর্মন (৮০) সোমবার থেকে সন্ধানহীন। জানা গেছে সোমবার সকালে হাফলং টাউন রাজির বাসভবন থেকে অনান্য দিনের মত বেরিয়ে যান। তারপর অধরবাবু আর বাড়িতে ফিরে আসেন নি। তাঁর পরিবারের পক্ষ থেকে সমস্ত আত্মীয় স্বজন সহ অনেক খোঁজাখোঁজি করার পরও অধর কুমার বর্মনের কোনও সন্ধান বের করতে পারে নি তার পরিবারের সদস্যরা। সকালে বেরিয়ে রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় অধর কুমার বর্মনের পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে উঠেন। রাতেই হাফলং থানায় অধরবাবুর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ সক্রান্ত এক এজাহার দাখিল করা হয়। কিন্তু সোমবার সকাল অনুমানিক ১০ টায় ঘর থেকে বেরিয়ে সন্ধানহীন হওয়ার ২৪ ঘন্টা অতিক্রম হয়ে গেলে ও এখন পর্যন্ত অধর কুমার বর্মনের কোনও সন্ধান মেলেনি। এদিকে হাফলং পুলিশ এই নিখোঁজ সংক্রান্ত এজাহার পেয়ে ইতিমধ্যে খোঁজ শুরু করেছে বলে জানা গিয়েছে।









কোন মন্তব্য নেই