Header Ads

হাফলং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা দিবসে কিষান মেলায় কৃষকদের মধ্যে বীজ বিতরণ


বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার হাফলং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করা হল গত ১৭ মার্চ। হাফলং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন হাফলং স্কিল ডেভলপম্যান্ট সেন্টারে এক কিষান মেলার ও আয়োজন করা হয়। এই কিষান মেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে থাকা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইএম নন্দিতা গার্লোসা। এদিনের কিষান মেলায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইএম নন্দিতা গার্লোসা ভাষন প্রসঙ্গে পাহাড়ি জেলায় বাস্ত তন্তু সংরক্ষণ ও জুমচাষ পদ্ধতিকে হ্রাস করে বিকল্প কৃষি পদ্ধতির মাধ্যমে কৃষকদের জীবন যাত্রার মান উন্নয়ন সুনিশ্চিত করার আহ্বান জানান। এদিন কেশব স্মারক ন্যাসের মুখ্য ট্রাস্টি সোমেন্দ্র লংমাইলাইর পৌরহিত্যে সভায় রাজ্যের কৃষি বিভাগের অধিকর্তা অনন্ত শ্যাম ডি নামপুই কৃষকদের উন্নয়নে বিভিন্ন কর্ম পরিকল্পনা ও সুযোগ সুবিধা এবং এই জেলাকে জৈব কৃষি জেলা হিসেবে গড়ে তুলার ক্ষত্রে দিক নির্দেশনা করেন। এদিন সভার শুরুতে স্বাগত ভাষন রাখেন কেশব স্মারক সমিতির সম্পাদক নিধুবন পাল। অনুষ্ঠানে দিনেশ তেওয়ারি কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপনের পৃষ্টভূমি ও ভবিষৎ রূপরেখা নিয়ে আলোকপাত করেন। হাফলং কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত অধিকর্তা দিলীপ নাথ এই কেন্দ্রের বার্ষিক কার্য বিবরণী ও ভবিষ্যৎ পরিকল্পনা যার মাধ্যমে ২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুন হয় এ বিষয়ের উপর আলোকপাত করেন। এদিন কিষান মেলায় উপস্থিত কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের সব্জির বীজ বিতরণ করা হয়। তারপর কৃষকরা নিজেদের অনুভব তাদের প্রয়োজন সম্বন্ধে নিজেদের বক্তব্য সভায় তুলে ধরেন। এদিন এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকুইবে জেমি রাজেশ্বর সিং সহ অনান্য সদস্যবৃন্দ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.