লামডিংয়ের ঐতিহ্যমণ্ডিত শীতলা পূজো শুরু হল
লামডিংঃ মধ্য অসমের লামডিং রেলওয়ে শহরে আজ থেকে শীতলা পূজো এবং বসন্ত মেলা শুরু হল। আগমী ১৬ মাৰ্চ পৰ্যন্ত এই মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শিব মিশ্ৰ, প্ৰাক্তন বিধায়ক স্বপন কর, ডিআরএম রাম বাহাদুর রাই, কংগ্ৰেস নেত্ৰী মায়া চক্ৰবৰ্তী, বিশিষ্ট শিক্ষাবিদ উমা ভূমিক প্ৰমুখ বিশিষ্ট ব্যক্তিবৰ্গ।










কোন মন্তব্য নেই