লামডিংয়ের বিশিষ্ট সমাজ কর্মী তথা ক্রিকেট খেলোয়ার সুবীর দে(টিটুর) আকস্তিক মৃত্যুতে শোকাহত এলাকাবাসী
স্বপন দাস, লামডিং—লামডিংএর বিশিষ্ট সমাজ কর্মী তথা ক্রিকেট খেলোয়ার সুবীর দে(টিটুর) আকস্তিক মৃত্যুযূতে শোকের ছায়া পরেছে লামডিংয়ে। লামডিং কালিবাড়ী নিবাসি টিটু গত মঙ্গলবার ১৯ মার্চ বেলা ১১ টা ৩০মিনিটে হ্রদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪০বছর। গত ২১মার্চ সন্ধায় আজাদ হিন্দ পাব্লিক লাইব্রেরিতে এক শোক সভার আয়জন করে নেতাজী জন্মজয়ন্তী কমিটি লামডিং। অনুষ্ঠানে প্রয়াত টিটু দের আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ্য দিয়ে স্মৃতি চারন করা হয়। প্রয়াতের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন অসিম বিশ্বাস, সঞ্জিব রায়, বিজয় দাস, অবিনাষ মজুমদার, অলক বর্ধন, প্রণব চৌধুরী, বিজন চক্রবর্তী, পলাশ লোচন বরা, দিলীপ দাস, সুশান্ত দে,পরতোষ দাস সমেত নেতাজী জন্ম জয়ন্তী কমিটি এবং আজাদ হিন্দ পাব্লিক লাইব্রেরীর সদস্যরা।









কোন মন্তব্য নেই