এনপিপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দিলেন সমরজিৎ হাফলংবার
বিপ্লব দেব, হাফলংঃ লোকসভা নির্বাচনের মুখে এনপিপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক তথা পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম সমরজিৎ হাফলংবার। শুক্রবার ডিফুতে বর্তমান সাংসদ তথা ডিফু লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী বীরেন সিং ইংতির উপস্থিতিতে কংগ্রেস দলে যোগদেন সমরজিৎ হাফলংবার। উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে গুয়াহাটিতে করনাড সাংমার উপস্থিতিতে সমরজিৎ হাফলংবার ন্যাশনাল পিপোলস পার্টি (এনপিপি)- তে যোগ দিয়েছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনে প্রাক মূহুর্তে সমরজিতের কংগ্রেসে যোগ দেওয়ার বিষয়টি এখন চর্চার বিষয় হয়ে উঠেছে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায়। প্রথমে সমরজিৎ হাফলংবার আঞ্চলিক রাজনৈতিক অটোনমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) তে ছিলেন তারপর সমরজিৎ এএসডিসি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে জেলা কংগ্রেসের সভাপতি হয়ে ছিলেন। কিন্তু প্রয়াত বর্ষীয়ান তথা কংগ্রেস নেতা গোবিন্দ চন্দ্র লাংথাসার সঙ্গে সমরজিতের ইগোর লড়াইয়ে শেষ পর্যন্ত সমরজিৎ কংগ্রেস ছেড়ে বিধান সভা নির্বাচনের আগে ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন। কিন্তু বিজেপি থেকে দল বিরোধী কাজের জন্য সমরজিৎ হাফলংবারকে বহিষ্কৃত করা হয়। তারপর কনরাড সাংমার দলে নাম লেখান সমরজিৎ হাফলংবার। তবে লোকসভা নির্বাচনের মুখে এনপিপি দল ছাড়লেন এবার সমরজিৎ হাফলংবার।








কোন মন্তব্য নেই