বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ বদরপুরবাসী
ছবিঃ নিজস্ব
নয়া ঠাহর প্রতিবেদন,বদরপুরঃ বাঁদরের উপদ্রব মূল এজেন্ডা নিয়ে অনেক সভা সমিতি হয়ে ছিল । বাঁদরের দুষ্টুমির চিত্র দেখা যায় প্রতিনিয়ত। সুযোগ নিয়ে চুপটিতে ঘরের ভিতর প্রবেশ করে । করিমগঞ্জ বনসংমণ্ডল আধিকারিক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণে স্মারকলিপি পযর্ন্ত দেওয়া হয়েছে। বাঁদরের উপদ্রবের খবর রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্যর নজরেও আনা হয়েছিল, অভিযোগকারিদের মতে। বনকর্মীরা খবর পেলে সরকারি কর্তব্যের পালন করেন। পরিবেশপ্রেমীদের মতে জুমবস্তী এলাকার পাশের সরকারি পতিত জমিতে বাঁদর প্রকল্পের সংরক্ষিত একটি বনাঞ্চল তৈরি করলে এ সমস্যার সুরাহা হতে পারে ।









কোন মন্তব্য নেই