Header Ads

হঠাৎ আসা কালবৈশাখীর তীব্র ঝড়ে গুয়াহাটিতে ব্যাপক যানজট


দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ হঠাৎ আসা কাল বৈশাখীর ঝরে গোটা রাজ্যে ব্যাপক  ক্ষয়ক্ষতি হয় । ঝড়ের ফলে গুয়াহাটির বেশ কিছু এলাকায়  তীব্র যানজটের সৃষ্টি হয় । বৃষ্টিতে গণেশগুরি, জু রোড তিনালির মতো ব্যাস্ত জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয় । এছাড়া বিভিন্ন জায়গায় জল  জমার ফলে লোকের চলাফেরা করতে খুবই অসুবিধা হয় ।বৃষ্টির ফলে অনেক লোক বিভিন্ন জায়গায় আটকে পড়ে। রহাতে প্যাণ্ডেল ভেঙে আহত হয় বেশ কয়েকজন। সেই সময়ে রহার পহলাবাড়িতে একটি  সভার ভাষণ চালছিল। কালবৈশাখী ঝড়ে প্যাণ্ডেল ভেঙে পড়ে। কিছু জায়গায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। সকালে প্রায় ১১ টা ৩০ নাগাদ হঠাৎ করে চারিদিক কালো করে  অন্ধকার নেমে আসে।  কালো মেঘে ঢেকে যায় আকাশ এবং সঙ্গে মুশুলধারে বৃষ্টি। ফলত গুয়াহাটির তাপমাত্রা হঠাৎ নেমে যায়। আবহাওয়া বিভাগের মতে আগামী দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.