বিধ্বংসী অগ্নিকাণ্ড শিলঙে, ক্ষতি প্ৰায় ৯০ লক্ষ টাকার
ননী গোপাল ঘোষ , শিলং - রবিবার রাত আড়াইটে নাগাদ শিলঙের মাউলাই ফুডমুরি এলাকায় বিধধংসী অগ্নিকাণ্ডের জেরে ১৫ টি দোকান পুড়ে যায় । দোকানগুলির মালিক পক্ষের বয়ান অনুযায়ী প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দোকানগুলির পাশে পার্ক করে রাখা একটি মারুতি গাড়ি ও মহিন্দ্রা পিক আপ ভেনের বিস্তর ক্ষতি হয় । স্থানীয়দের মতে দমকলের তৎপরতায় আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পরতে পারেনি ।











কোন মন্তব্য নেই