Header Ads

কেরলের ওয়ানাড় কেন্দ্ৰে রাহুলের বিরুদ্ধে লড়বেন তুষার ভেলাপল্লী

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ   স্বল্প পরিচিত দল ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) র সভাপতি তুষার ভেলাপল্লী এনডিএ প্রার্থী হিসেবে রাহুল গান্ধীর বিরুদ্ধে ২০১৯-এর লোকসভা নিৰ্বাচনে লড়বেন কেরলের ওয়ানাড় কেন্দ্রে। বিজেপি সভাপতি অমিত শাহ টুইটারে তুষারকে প্রার্থী হিসেবে ঘোষণা করে জানিয়েছেন তুষারের মতো নেতার জন্যই কেরলের মানুষের কাছে বিকল্প হয়ে উঠবে বিজেপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.