Header Ads

জম্মুর বাসস্ট্যান্ডে গ্ৰেনেড বিস্ফোরণে মৃত ১, আহত কমপক্ষে ৩০

 ছবি, সৌঃএএআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, জম্মুঃ জম্মুর একটি বাস স্ট্যান্ডে গ্ৰেনেড হামলা। মৃত্যু হয়েছে ১৭ বছর বয়সের মহম্মদ শরিকের। তার বাড়ি উত্তরাখন্ডের হরিদ্বারে। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০। আহতদের হাসপাতালে ভৰ্তি করানো হয়েছে। পুলওয়ামায় হামলার ঠিক ৩ সপ্তাহ পরে ফের গ্ৰেনেড হামলাটি হল। পুলিশ সূত্ৰের খবর গ্ৰেনেডটি ঝম্মু শহরের মাঝখানে বাসস্টান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের নিচে লাগানো ছিল। গত বছর মে মাস থেকে এখন পৰ্যন্ত এনিয়ে তিনবার গ্ৰেনেড বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের জায়গাটি জম্মু পুলিশ বৰ্তমানে ঘেরাও করে রেখেছে। বিস্ফোরণের খবর পেয়েই পুলিশ স্নিফার ডগ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে বাসে কোনও যাত্ৰী ছিলেন কিনা তা এখনও যানা যায়নি। এই খবর লেখা পৰ্যন্ত পুলিশি তল্লাশি চলছে। কড়া নিরাআপত্তা ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকায়। এই হামলার পিনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা তা এখনও পৰ্যন্ত জানা যায়নি। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘মারাত্মক শব্দে কেঁপে উঠেছিল বাসস্ট্যান্ড। ভেবেছিলাম টায়ার ফাটার শব্দ। পরে বুঝলাম বিস্ফোরণ হয়েছে। আহতদের স্থানীয়রাই হাসপাতালে নিয়ে গিয়েছেন।’’ পুলওয়ামা হামলার পর থেকেই উপত্যকার নানা জায়গায় সেনা তল্লাশি শুরু হয়েছে। সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত কুপওয়ারা, ত্রাল-সহ বেশ কয়েকটি এলাকা। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। একের পর এক হিংসাত্মক ঘটনায় জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্ৰশ্ন উঠেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.