Header Ads

আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থার আন্দোলনের দ্বিতীয় দিন

নিজস্ব সাংবাদদাতা. শিলচর - টানা দ্বিতীয় দিনেও চলছে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থার আন্দোলন । গত মঙ্গলবার প্রশাসনিক ভবন ও পরীক্ষা ভবনে তালা ঝুলিয়ে, প্রশাসনিক ভবনের সামনে ধরনা প্রদর্শন করে আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সংস্থা। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম স্তব্ধ হয়ে যায় । বুধবার ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশর মেইন গেইট বন্ধ করে ধরনায় বসে পড়ে বিশ্ববিদ্যালয় গবেষক ছাত্র সংস্থা । ফলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম বুধবার ও স্তব্ধ হয়ে পড়ে । উল্লেখ্য,  বিশ্ববিদ্যালয় গবেষক ছাত্র সংস্থা ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ সালের নন নেট ফেলোশিপ প্রদান সহ স্কুল ওফ টেকনোলজি থেকে মাইক্রোবায়োলজি বিভাগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রাস্তা সংস্কার ও একাডেমিক কাউন্সিলে গবেষক প্রতিনিধি নিয়োগ এর দাবী নিয়ে আন্দোলন করছে । এমন সময়ে উপাচার্য বিদেশে রয়েছেন ও আসাম বিশ্ববিদ্যালয়ের দীক্ষান্ত সমারোহ আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.