Header Ads

নিৰ্বাচনে ১১ টি আসন পাবে বিজেপি দাবি মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আগামী সোম অথবা মঙ্গলবার লোকসভা নির্বাচন নোটিফিকেশন জারি হতে পারে। আগামী ৯ মাৰ্চ অৰ্থাৎ শনিবার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ নির্বাচন প্রচার বলে সরকারি সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র চারদিন সময় আছে। এই সময় কেন্দ্রীয় সরকার ছয় জনগোষ্ঠী মানুষের তফশিল ভুক্ত করার ব্যপারে অধ্যাদেশ জারি করতে পারে। বহু চর্চিত নাগরিকত্ব বিল নিয়ে ও অধ্যাশেষ জারি করার সম্ভানার কথা জানালেন এক বিজেপি সূত্র। মাত্র চারদিন বাকি। বিজেপি রাজ্য জুড়ে তীব্র প্রচার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র মাজুলিতে ২০০ বেডের এক হাসপাতালের শিলান্যাস করেন। তিনি এদিন গুয়াহাটি প্রতিবন্ধী স্কুলে এক প্রকল্পের শিলান্যাস করেন। এদিন মুখ্যমন্ত্ৰী মাজুলির নানা সমস্যা সত্রাধিকারদের নানা দাবি নিয়ে আলোচনা করেন। অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন গোলাঘট এবং লামডিংয়ে দুটি প্রকল্পের শিলান্যাস করেন। লামডিংয়ের জল সমস্যা সমাধানের জন্য এক প্রকল্পের শিলান্যাস করেন। এদিন বিজেপির এক বৈঠকে মুখ্যমন্ত্ৰী সনোয়াল দাবি করে বলেন- বিজেপি ১১টি আসন পাবে। বিজেপি সভাপতি রঞ্জিত দাস জানান- অগপ-র সঙ্গে সমঝোতা হবে না। তবে কেন্দ্ৰী নেতৃত্ব যদি চায় তবে অগপ-র সঙ্গে সমঝোতা হতে পারে। এদিন নয়াদিল্লিতে কংগ্রেসের বৈঠকে শিলচর কেন্দ্রের সুস্মিতা দেব এবং কলিয়াবর কেন্দ্রের গৌরব গগৈ ক্যান্ডিডেট চূড়ান্ত হয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গেল। করিমগঞ্জ কেন্দ্রে ইউ ডি এফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাস এবার কংগ্রেস টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এক খবরে প্রকাশের পর ইউ ডি এফ কংগ্রেস সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তবে রাজ্যের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তরুণ গগৈ এই সমঝোতার বিরোধী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.