শনিবার গোটা বিশ্বে ধরিত্রী ঘন্টা দিবস পালিত হচ্ছে, সচেতনতা গড়ে ওঠেনি অসমে
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে আজও সব গ্রামে বিদ্যুৎ পৌঁছয়নি। সব গ্রামের সব ঘরে আলো জ্বলেনি। ২৪ ঘন্টা বিদ্যুৎ আজও স্বপ্ন। কিন্তু সর্বত্র হোর্ডিং, ব্যানারে সরকার দাবি করছে সব ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অসমের দুটি সভায় দাবি করলেন অসমের প্রতিটি ঘরে প্রহর বা বিদ্যুৎ-এর আলো পৌঁছে গেছে। অসমে আজও ২৭ হাজার গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা হয়নি। শনিবার ছিল বিশ্বব্যাপী বিদ্যুৎ সংরক্ষণের এক অভিনব কর্মসূচি। ডব্লিউ ডব্লিউ এফ-এর দ্বারা পরিচালিত ধরিত্রী ঘন্টা অর্থাৎ আর্থ আওয়ার এদিন রাজ্যের বিদ্যুৎ বিভাগ এবং তথ্য ও জন সংযোগ বিভাগ সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজ্যবাসীকে আবেদন করেছে। শনিবার রাত ৮ টা ৩০ মিনিট থেকে সাড়ে ৯ টা ৩০ অবধি খুব জরুরি ছাড়া সব বিদ্যুৎ সুইচ অফ করে দেওয়ার জন্য। এই কর্মসূচির উদ্দেশ্যে সম্পর্কে বলা হয়েছে প্লাস্টিক দূষণ, জল দূষণ, ইলেক্ট্রনিক আবর্জনা, কার্বন দূষণ রোধ করে পরিবেশ সংরক্ষণ করার মহৎ উদ্দ্যেশ্য নিয়ে এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অসমে নির্বাচন প্রক্রিয়া চলছে। রাজনৈতিক দলগুলো ইস্তাহার প্রকাশ করবে এই গুরুত্বপূর্ণ সমস্যা গুলো সম্পৰ্কে দলীয় ইস্তাহারে এক লাইনও উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করবে কি? উল্লেখ্য, আজ আৰ্থ আওয়ার ডে। পৃথিবীকে একটু বিশ্ৰাম দিতে প্ৰতি বছর ৩০ মাৰ্চ বিশ্বজুড়ে পালন করা হয় এই আৰ্থ আওয়ার। রাত সাড়ে আট টা থেকে সাড়ে ন টা অবধি বন্ধ করে দেওয়া হয় সব আলো। এমনকি বাদ পড়ে না গুরুত্বপূৰ্ণ স্মৃতিসৌধ থেকে মিশরের পিরামিড, প্যারিসের আইফেল টাওয়ার, ব্ৰাজিলের ক্ৰাইস্ট চাৰ্চ থেকে নিউইয়ৰ্কের এম্পায়ার স্টেট।









কোন মন্তব্য নেই