Header Ads

ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও হবে এনআরসিঃ অমিত শাহ

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের জন্য এই প্রথমবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে শুক্রবার এক বিশাল জনসভায় অংশগ্রহণ করেন বিজেপির সৰ্বভারতীয় সভাপতি  অমিত শাহ।  তিনি বলেন- বাংলার পবিত্র মাটিতে আগে রবীন্দ্র সংগীতের সুর শোনা যেত এখন শোনা যায় গুলির শব্দ । এখানকার ঐতিহ্য ও সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে তৃণমূল সরকার। মানুষ পরিবর্তন চাইছে। তাই এবার জনগণের মুখে শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নাম। বাংলা থেকে বিজেপির ২৩ টি আসনে জিতবে বলে তিনি মনে করেন। অমিত শাহ আরও বলেন যে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু হবে । অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়িয়ে দেওয়া হবে রাজ্য থেকে । তবে বৌদ্ধ ও  হিন্দু শরণার্থীরা নিরাপদে থাকতে পারবেন।  তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক তারা শরণার্থীদের কোনও দিন  বাইরে পাঠাতে পারবেন না। তারা এ দেশের এক অংশ। গোর্খা অধ্যুষিত  এলাকায় লোকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন যে গোর্খাদের জন্য তেমন কিছু করেনি তৃণমূল সরকার । বিজেপি ক্ষমতায় এলে পাশে দাঁড়াবে বিজেপি সরকার । এদিনের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন - ‘মমতাদি আপনার সময় শেষ’ বাংলাতে সিন্ডিকেট রাজ চলে । এই সন্ত্রাসবাদ থেকে সাধারণ মানুষ ও রেহাই পাননা। যে কোন কাজ করতে গেলে আগে টাকা দিতে হয় দলের নেতাদের। তাই বাংলা থেকে তৃণমূলকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে হবে । এছাড়াও তিনি তৃণমূলের স্লোগান ‘মা মটি মানুষকে’ কটাক্ষ  বলেন -  মা থেকে মমতা চলে গেছে, ওর মাটি অনুপ্রবেশকারীর দখলে , আর মানুষ হয়েছে হিংসার শিকার। বিজেপি শাসনাধীন সরকার প্রসঙ্গে তিনি বলেন যে নরেন্দ্র মোদিজি দেশের বিকাশের জন্য কাজ করছেন ।  বাংলার মানুষের জন্য বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন করা খুবই জরুরি । কারণ মমতার থেকে বাংলাতে বাঁচাতে পারবে একমাত্র নরেন্দ্র মোদিই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.