Header Ads

লামডিংয়ে নিৰ্বাচনী প্ৰচারে নগাঁও লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰাৰ্থী রূপক শৰ্মা

স্বপন দাস, লামডিং- শনিবার লামডিংয়ে নিৰ্বাচনী প্ৰচার চালাতে উপস্থিত হলেন নগাঁও লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰাৰ্থী রূপক শৰ্মা। প্ৰাৰ্থীত্ব পেয়ে এই প্ৰথম লামডিংয়ে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন লামডিংয়ের বিধায়ক শিবু মিশ্ৰ, হোজাই জেলার যুব মোৰ্চার নেতৃত্ব এবং বিজেপির সহস্ৰাধিক নেতা কৰ্মী। লামডিংয়ে জগন্নাথ মন্দির, শিতলা মন্দিরে পূজা অৰ্চণা দিয়ে নির্বাচনী প্ৰচার শুরু করেন তিনি। এ ছাড়াও শহরের বিভিন্ন জায়গায় নিৰ্বাচনী প্ৰচারে জনসভায়ও যোগ দেন তিনি। এদিন জনসভায় নগাঁও প্ৰাৰ্থী রূপক শৰ্মা কংগ্ৰেছের কড়া ভাষায় সমালোচনা করে বলেন- কংগ্ৰেছ নাগরিকত্ব বিল নিয়ে বরাক এবং ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় দুমুখো স্থিতি গ্ৰহণ করেছে। বরাকের জনগণ কংগ্ৰেসকে সমৰ্থন করে। অন্যদিকে, ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় কংগ্ৰেস নাগরিকত্ব বিলের বিরুদ্ধে কথা বলে। কিন্তু বিজেপি প্ৰথম থেকেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল (সিএবি) নিয়ে একই স্থিতি গ্ৰহণ করে এসেছে। শৰ্মা আরও বলেন- দল যে সিদ্ধান্ত নেবে তিনিও দলের পক্ষেই থাকবেন। অসমে বিজেপি এবং মিত্ৰ দল মোট ১২ টি আসন লাভ করবে বলে দাবী করেন তিনি। কংগ্ৰেছ এবং এআইইউডিএফ-এর মধ্যে আঁতাত রয়েছে। তাই কংগ্ৰেছকে ভোট দেওয়ার অৰ্থ AIUDFকে ভোট দেওয়া বলে মন্তব্য করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.