Header Ads

দিল্লীতে বাংলাদশের স্বাধীনতা দিবস পালিত


নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লিঃ বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার দেশের স্বাধীনতা দিবস পালিত হয়। দূতাবাসের স্বাধীনতা দিবসে প্রধান অতিথি ছিলেন  এ.জিতেশ শর্মা, সচিব (পশ্চিম), বিদেশ মন্ত্রণালয়, ভারত সরকার । বাংলদেশের সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। চাণক্যপুরীর দূতাবাসে রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী সকল আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান  স্বাধীনতা দিবস অনুষ্ঠানে । রাষ্ট্রদূত পত্নী তুহফা জামান আলীও এদিনের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। রাষ্ট্রদূত আলী গত কয়েক বছর রাজধানীর মানচিত্রে বাংলাদেশের দূতাবাসকে দুই দেশের পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদানের এক অন্যতম এক আকর্ষণীয় কেন্দ্রে  পরিণত করেছেন।  রাষ্ট্রদূত আলী ভারতের অবদানের কথাও প্রসঙ্গেক্রমে উল্লেখ করেন। 
উল্লেখ্য, বাংলাদেশের গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা বাহিনীকে তদানীন্তন ভারত সরকার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্রী।  রাষ্ট্রদূত আলীর  জন্ম অভিভক্ত অসমের করিমগঞ্জ জেলায়। রাষ্ট্রদূত আলী প্রখ্যাত বাংলা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর  ভ্রাতুষ্পুত্র ।
আলী বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি প্যারিসে বাংলদেশের স্থায়ী প্রতিনিধিত্বকারী রূপেও কাজ করেছেন। ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি থাকালীন ২১ শে ফেব্রুয়ারীকে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার জন্য বাংলাদেশের পক্ষ থেকে একটি খসড়া প্রস্তাব পেশ করেন। ১৯৯৯ সালে ইউনেস্কো জেনারেল কনফারেন্সে তাঁর প্রচেষ্টায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.