অসমে লোকসভা ভোটে ৪৫ জনের বিপরীতে মাত্র দুজন মহিলা প্রার্থী, ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা
লোকসভা নির্বাচন ২০১৯
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমে প্রথম পৰ্যায়ের লোকসভার নির্বাচনে ৪৫ জন নমিনেশন পত্র পেশ করেন। তার মধ্যে মহিলা প্রার্থী মাত্র দুজন। যোরহাট কেন্দ্রে নির্দল প্রার্থী নন্দিতা নাগ এবং এনপিপি প্রার্থী কমলা রাজ কোয়ার। ১১ এপ্রিল প্রথম নির্বাচনে তেজপুর, কলিয়াবর, যোরহাট, ডিব্রুগড় এবং লখিমপুর কেন্দ্রে মোট মহিলা ভোটার হচ্ছে ৩৬ লক্ষ ৮৮হাজার ৩১৫ জন। থার্ড জেন্ডার অর্থাৎ বৃহন্নলাদের ভোটার রয়েছে ১৫৮জন। পুরুষ ভোটারের সংখ্যা ৩৮ লক্ষ ২৭ হাজার ৮১১ জন। পুরুষ ভোটারের সংখ্যা মহিলার তুলনায় মাত্র দুই হাজারের তফাৎ। শাসক দল বিজেপি দলে সমাজেরই অর্ধ্যাকাশ মহিলাদের কোনো গুরুত্ব নেই। ১৪ টির মধ্যে কেবল গুয়াহাটি কেন্দ্রে কুইন ওঝাকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস দলেও প্রায় একই অবস্থা শিলচর কেন্দ্রে সুস্মিতা দেবকে পুনরায় প্রার্থী করা হয়েছে। পশ্চিমবঙ্গে এবার তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা হচ্ছে ১৪২৮ জন। অসমে ৫০৩ জন। তাদেরকে পৃথকভাবে ইলেকট্ৰনিক ভোটিং মেশিন (ই ভি এম) এবং ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেল ভিভি প্যাট সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে বলে নিবার্চনী অফিস সূত্রে জানা গেছে। অসমে প্রথম পৰ্যায়ে ৫টি আসনের জন্যে ৯৫৭টি পোলিং স্টেশন স্থাপন করা হবে। একেকটি স্টেশনে ২ বা ৩টি করে ইভিএম থাকবে। কিন্তু প্রত্যেকটি মেশিনে ভিভি প্যাট যন্ত্র থাকবে বলে দাবী করা হয়েছে। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটারের দেওয়া প্রার্থীর নাম দলের প্রতীক ছোট্ট স্লিপে প্রিন্ট হবে। সঠিক জায়গায় ভোট দেওয়া হয়েছে কিনা তা দেখে নিতে পারবেন ভোটাররা। তবে হাতে সময় থাকবে মাত্র ৭ সেকেন্ড। তারপর স্লিপটি কাটা পড়বে কাঁচের এক বক্সে জমা হবে। গণনার সময় কোনও সন্দেহ হলে স্লিপগুলোও গোনা হবে বলে অসমের চিফ নিবার্চনী অফিসার মুখেশ শাহু জানিয়েছেন।









কোন মন্তব্য নেই