Header Ads

অসমের বিশিষ্ট লেখিকা অনিমা গুহের জন্মদিনে

 

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ মঙ্গলবার ৮৭ বছর পেরিয়ে ৮৮ বছরে পা দিলেন অসমের বিশিষ্ট লেখিকা অনিমা গুহ। কেক কেটে এদিন তাঁর জন্মদিনটি খুবই ঘরোয়াভাবে পালন করলেন তাঁর গুণমুগ্ধ পাঠকেরা। প্ৰবীণ এই লেখিকার বাড়িতে এদিন শংকরদেব কলাক্ষেত্ৰের সচিব মাধুরিমা বড়ুয়া সেন, নিৰ্যাতন বিরোধী মঞ্চের নেত্ৰী সুমিত্ৰা হাজরিকা, প্ৰগতিশিল মহিলা সংস্থার নেত্ৰী জুনু বরা, লেখিকা তথা সাংবাদিক সুপৰ্ণা লাহিড়ী বড়ুয়া প্ৰমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.