Header Ads

আন্তর্জাতিক নারী দিবসের সাথে সংগতি রেখে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ মহিলাকে সম্মানিত করল প্রোজেক্সেল ফাউন্ডেশন





নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  প্রতি বছর ৮মার্চ তারিখে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে নারী দিবসের উদযাপন বিভিন্ন রকমের হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান এবং শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয় । আবার কোথাও মহিলাদের আর্থিক রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায় । বর্তমানে সারা পৃথিবীতে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে যদিও এখনও বেশিরভাগ দেশে সমাজব্যবস্থা পুরুষতান্ত্রিক। যেখানে নারী স্বাধীনতা একেবারেই অবহেলিত । এই অবস্থায় নারী দিবসের দিনগুলি নারীর অধিকার রক্ষার একটা প্রতীক হিসেবে ভাবা হয়। শুধু এই দিনটি উদযাপনের মধ্য দিয়েই নয়, সমাজ যদি এই ভাবনাকে ঠিকঠাক কাজে লাগাতে পারে তবেই হয়তো নারীর অধিকারকে নিশ্চিত করা হয়তো সম্ভব হবে। আন্তর্জাতিক নারী দিবসের সাথে সঙ্গতি রেখে প্রোজেক্সেল ফাউন্ডেশন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে রবিবার সাউথ পয়েন্ট স্কুলের প্রেক্ষাগৃহে পালন করে আন্তর্জাতিক মহিলা দিবস । এবারের মহিলা দিবসের থিম ছিল ব্যালেন্স ফর বেটার। আন্তর্জাতিক মহিলা দিবসের সাথে সংগতি রেখে সংগঠনটি সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫ জন মহিলাকে সম্মানিত করল। প্রদীপ প্রজ্জ্বলন করে  অনুষ্ঠানের শুভরাম্ভ করেন এই অনুষ্ঠানের মুখ্য অতিথি সুনিতা অধিকারী ও নিবেদিতা তরফদার। অনুষ্ঠানে লিপিকা সিংহ, রাজীব বণিক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মহিলাদের দেওয়া হয় প্ৰোজেক্সেল অ্যাওয়ার্ড ২০১৯। এই সম্মানে সম্মানিত হন সাহিত্যিক  দীপান্বিতা মুখার্জি খান, শিক্ষিকা মন্দিরা চন্দ, সাংবাদিক দেবযানী পাটিকার, ক্ষুদ্ৰ ব্যবসায়ী আশা কাকবানী, প্রাক্তন মিস ইন্ডিয়া সঙ্গীতা চৌধুরি। অনুষ্ঠানের নৃত্য পরিবেশন করেন প্রিয়াঙ্কা পালিত নন্দী, পারিজাত বিশ্বাস, প্রাদান্য রায় ও সংগীতা গ্রুপ। সংগীত পরিবেশন করেন সোমা পুরকায়স্থ। তাঁর সঙ্গে সহযোগীতায় ছিলেন মেয়ে জাগৃতি পুরকায়স্থ। অনুষ্ঠানে ফাউন্ডেশনে প্ৰতিষ্ঠাতা সীমা পুরকায়স্থ রায় এ প্রসঙ্গে বলেন সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা ছাড়া মহিলা সবলীকরণ, মহিলাদের অধিকার ও সমঅধিকার রক্ষা করার জন্য প্রোজেক্সেল ফাউন্ডেশন আগামী দিনেও কাজ করে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.