Header Ads

কাছাড় জেলার নির্বাচনী কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এন্টি করাপশন বিভাগের হাতে গ্রেফতার

বিপ্লব দেব, হাফলংঃ উৎকোচ নিতে গিয়ে রাজ্যের ডিরেক্টোরেট অব ভিজিল্যান্স এবং এন্টি করাপশন বিভাগের নয় সদস্যের  দলের হাতে গ্রেফতার হলেন কাছাড় জেলার নির্বাচনী কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অতশী দত্ত তরফদার। নিজের কার্যালয়ে উৎকোচ নিতে গিয়ে বৃহস্পতিবার হাতেনাতে ধরা পড়েন এই মহিলা কর্মী। কাছাড় জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে নির্বাচনী কার্যালয়ের এই মহিলা কর্মী শিলচরের একটি ছাপাখানার মালিক সুজিত চন্দের কাছে তার আড়াই লক্ষ টাকার বিল মিটিয়ে দেওয়ার পরিবর্তে ৯৫ হাজার টাকার উৎকোচ দাবি করেন। জানা গেছে সুজিত চন্দের অভিযোগের ভিত্তিতে এদিন রাজ্যের ডিরেক্টোরেট অব ভিজিল্যান্স ও এন্টি করাপশন বিভাগের নয় সদস্যের দল কাছাড় জেলার নির্বাচনী কার্যালয়ে উৎপেতে থাকেন সে সময় ওই মহিলা কর্মীকে ৩০ হাজার টাকা উৎকোচ দেওয়ার সময় অতশী দত্ত তরফদারকে ওই নয় সদস্যের দল হাতেনাতে গ্রেফতার করে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অতশী দত্ত তরফদারকে প্রিভেনশন অব করাপশন অ্যাক্ট ১৯৮৮ আন্ডার সেকশন ৭(এ) কেস নম্বর ৪/২০১৯ -এর অধীনে গ্রেফতার করা হয় বর্তামানে এন্টি করাপশন বিভাগের নয় সদস্যের দল ওই মহিলা কর্মীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.