বন্ধ, অবরোধে নিষেধাজ্ঞা হাইকোৰ্টের
গুয়াহাটিঃ অসমে কথায় কথায় বন্ধ, ধৰ্মঘট, পথ অবরোধ, রেল অবরোধের ওপর গুয়াহাটি হাইকোৰ্ট আজ নিষেধাজ্ঞা জারি করেছে। নিম্ন অসম বাস মালিক সংস্থার জনস্বাৰ্থ সম্পৰ্কিত এক আবেদনে সাড়া দিয়ে গুয়াহাটি হাইকোৰ্ট এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, বন্ধ, ধৰ্মঘট করলে আন্দোলনকারীদের ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চাৰ্জশ্বিট দেবে পুলিশ। তিন মাসের মধ্যে ক্ষতিগ্ৰস্থদের ক্ষতিপূরণ দিতে হবে।









কোন মন্তব্য নেই