বদরপুর তিন নং ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ বদরপুর পুরসভা তিন নং ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি সহ অবস্থান ধর্মঘট সম্প্রতি হয়ে গেল।ঐ অবস্থান ধর্মঘট বদরপুর পুরসভার অফিস প্রঙ্গনে পলান করেন আন্দোলনকারী। এই আন্দোলনে বদরপুর নাগরিক উন্নয়ন মঞ্চের চম্পা গোস্বামী,আঞ্জনা চৌধুরী,ঝন্টু রায়, ফলমতি সিং, মামনি দেব, তরুণ গুহ, সুপ্তা সেন, মলয় দে সহ আন্যান্যরা সামিল হন। তিন নং ওয়ার্ডে বিশুদ্ধ জল সরবরাহ থেকে বঞ্চিত রেখেছেন ওয়ার্ডের কমিশনার রীতা রায় ও চেয়ারম্যান দীপঙ্কর রায় কর্মকার, আন্দোলনকারীদের অভিযোগ । তাদের বিরুদ্ধেই ক্ষোভের বহিঃপ্রকাশ সোমবার দূপুর দেখা গেল।








কোন মন্তব্য নেই