বঙ্গাইগাঁওয়ের শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দিরে আঠ দৌল উৎসবের আরম্ভ
নয়া ঠাহর প্ৰতিবেদন, বঙ্গাইগাঁওঃ বঙ্গাইগাঁও শহরে অবস্থিত ঐতিহ্যমন্ডিত শ্রী শ্রী রঘুনাথ প্রভুর মন্দিরে ৮ দিনের কার্যসূচিতে বুধবার থেকে শুরু হয়েছে শ্রী কৃষ্ণের দোল উৎসব ।
উল্লেখ্য, রঘুনাথ মন্দির প্রতি বছর রাজ দৌল ও পঞ্চম দৌল অনুষ্ঠিত হয়ে আসছে। ২০ মার্চ বুধবার প্রদীপ প্রজ্জ্বলন করে শুরু করা হয় রাজ দোল উৎসব । অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হবে ধর্মীয় শোভাযাত্রা ,পূজার্চনা, ভাগবত পাঠ, নাম কীর্তন,। এর সাথে মিনি থিয়েটার নাটক প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে। এ সবই চলবে প্রতিদিন। এছাড়াও শ্রীমন্ত শংকরদেব রচিত কালিয়দমন অংকিয়া ভাওনা অনুষ্ঠিত হবে। এই ভাওনা পরিবেশন করবে মঙ্গলদৈ সংস্কৃতি সাধন কলা কেন্দ্র। এছাড়াও আরও কয়েকটি ভাবনা পরিবেশন করা হবে। উদ্যোক্তারা দোল উৎসব উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে কবিতা আবৃত্তি,চিত্রাংকন ,নৃত্য আদি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।
উল্লেখ্য, রঘুনাথ মন্দির প্রতি বছর রাজ দৌল ও পঞ্চম দৌল অনুষ্ঠিত হয়ে আসছে। ২০ মার্চ বুধবার প্রদীপ প্রজ্জ্বলন করে শুরু করা হয় রাজ দোল উৎসব । অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হবে ধর্মীয় শোভাযাত্রা ,পূজার্চনা, ভাগবত পাঠ, নাম কীর্তন,। এর সাথে মিনি থিয়েটার নাটক প্রদর্শনেরও আয়োজন করা হয়েছে। এ সবই চলবে প্রতিদিন। এছাড়াও শ্রীমন্ত শংকরদেব রচিত কালিয়দমন অংকিয়া ভাওনা অনুষ্ঠিত হবে। এই ভাওনা পরিবেশন করবে মঙ্গলদৈ সংস্কৃতি সাধন কলা কেন্দ্র। এছাড়াও আরও কয়েকটি ভাবনা পরিবেশন করা হবে। উদ্যোক্তারা দোল উৎসব উপলক্ষে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে কবিতা আবৃত্তি,চিত্রাংকন ,নৃত্য আদি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে।








কোন মন্তব্য নেই