Header Ads

দ্বিতীয় পর্যায়ে ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনও মনোনয়নপত্র জমা পরল না

বিপ্লব দেব, হাফলংঃ রাজ্যে দ্বিতীয় পর্যায়ে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর বুধবার  দ্বিতীয় দিনে ও কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলাকে নিয়ে একমাত্র সংরক্ষিত ডিফু লোকসভা আসনে একটি মনোনয়ন পত্রও জমা পড়েনি। কারণ সোমবার দ্বিতীয় পর্যায়ে ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে গেলে ও বিজেপি এখন রাজ্যের ১০ টি লোকসভা আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। ডিফু লোকসভা আসনে অটনোমাস স্টেট ডিমান্ড কমিটি (এএসডিসি) প্রথম তাদের প্রার্থী হিসেবে হলিরাম টেরাংয়ের নাম ঘোষণা করার পর কংগ্রেস বর্তমান সাংসদ বীরেন সিং ইংতির নাম কংগ্রেসের প্রার্থী হিসেবে ঘোষণা করে। তবে বিজেপি ডিফু লোকসভা আসনে বিজেপি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেনি তবে ওই লোকসভা আসনে বিজেপি-র প্রার্থী হিসেবে হরেন সিং বে-র নাম প্রায় চূড়ান্ত। আজ রাতের মধ্যেই বিজেপি রাজ্যের ১০ টি লোকসভা আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে। এদিকে ১৮ মার্চ রাজ্যে দ্বিতীয় পর্যায়ে ভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এদিন ১১ টা থেকে শুরু হয়ে গেছে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়।  আগামী ২৬ মার্চ পর্যন্ত বেলা ১১ টা থেকে বিকেল তিনটে পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে ডিফু জেলাশাসকের কার্যালয়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.