Header Ads

সমাজকর্মী স্বপন দাসের মা প্ৰয়াত


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ লামডিং শহরের বিশিষ্ট সমাজ কর্মী স্বপন দাসের মা শুক্ৰবার মারা গেলেন। প্রায় ৮০ বছর বয়স হয়েছিল মা বিভা রানী দাসের। ধর্মপ্রাণ পরোপকারী মহিলার মৃত্যুতে লামডিং কালীবাড়ি অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। তিনি তিন পুত্র এক কন্যা এবং গুণমুগ্ধদের রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নয়া ঠাহর পরিবার শোকাহত। শোক  সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.