গাছকে ইস্তাহারে সংযুক্ত করুনঃ এক সাংবাদিকের কাতর আহ্বান
অমল গুপ্ত, গুয়াহাটিঃ দেশের মানুষ হয়তো ভুলে গেছে সুন্দরলাল বহুগুনার নাম। হিমাচল প্রদেশের বাসিন্দা চিপকো আন্দোলনের পুরোধা। চিপকো আন্দোলন অর্থাৎ গাছ কাটতে এলে গাছকে জড়িয়ে ধর, সেই জড়িয়ে ধরা থেকেই এই চিপকো কথাটা এসেছে। পরিবেশ সংরক্ষণ আন্দোলনে তিনি দেশের অন্যতম পথিকৃৎ। প্রতি বছরই প্রায় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়ে দলের ইস্তাহারে জঙ্গল বন্যপ্রাণী রক্ষায় বিশেষ কর্মসূচি ঘোষণার জন্য কেন্দ্ৰের কাছে দাবি জানান। দেশের এক রাষ্ট্রপতির কাছে এক পত্র দিয়ে প্রশ্ন করেছিলেন গাছেরা কি দেশের মূক নাগরিক নয়? তাদের কি সাংবিধানিক অধিকার থাকতে নেই? সেই অধিকার দাবি করতে পারে না? রাষ্ট্রপতি তো শুধু মানুষের নয়, জঙ্গল বন্য প্রাণীদের নদ-নদী, পাহাড়, আকাশ, পরিবেশ রক্ষার ক্ষেত্ৰে একজন অভিভাবকের মতো দায়িত্ব রয়েছে। রাষ্ট্ৰপতির সাংবিধানিক দায়িত্ব গাছেদের বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত করা। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের প্রতিটি রাজনৈতিক দলের কাছে আমার কাতর অনুরোধ আপনারা দলীয় ইস্তাহারে গাছ পাহাড় প্রাকৃতিক পরিবেশ বাঁচাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। বিশিষ্ট পরিবেশবিদ সুন্দর লাল বহুগুনার কাতর আহবান কে সম্মান জানান এবং পরিবেশ ধ্বংস থেকে দেশকে আগামী প্রজন্মকে বাঁচান। দেশে যে হারে বন ধ্বংস হচ্ছে, তা প্রতিরোধ করতে হবে। নতুবা আগামী প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। প্রতিবেদক অমল গুপ্ত। নয়া ঠাহরের সম্পাদক তথা অসমের বরিষ্ঠ সাংবাদিক।
- email address- amalgupta1234@gmail.com
- editor bengali news portal www.nayathahor.com









কোন মন্তব্য নেই