শিলঙে বিজেপি প্রার্থী সানবোর শুল্লাই
ননী গোপাল ঘোষ, শিলং-- অবশেষে বি জে পি- তরফে মেঘালয়ের শিলং কেন্দ্রে প্রার্থী দেওয়া হল। প্রার্থী হলেন বি জে পি বিধায়ক সানবোর শুল্লাই। শনিবার দিল্লিতে বি জে পি-র তরফে প্রার্থীদের দ্বিতীয় দফার যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে শিলং কেন্দ্রের জন্য ঘোষণা করা হয়েছে সানবোর শুল্লাইয়ের নাম। যদিও রাজ্যের শাসকজোট মেঘালয় ডেমোক্র্যাটিক এলায়েন্সের (এম ডি এ) শরিক বি জে পি। তবুও জোটের প্রার্থী জেমিনো মাউথোকে সমর্থন না করে নিজেদের প্রার্থী দিয়েছে বি জে পি। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হলেন বর্তমান সাংসদ ভিনসেন্ট পালা।








কোন মন্তব্য নেই